মোবাইল কোম্পানিগুলো বেআইনি কাজ করছে: তথ্যমন্ত্রী
মোবাইল কোম্পানির বিনোদনমূলক কোনো কন্টেন্ট ইউটিউবে চালানোর লাইসেন্স দেওয়া হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিভিন্ন টেলিফোন কোম্পানি ইউটিউব চ্যানেল চালাচ্ছে। তাদেরকে সেই লাইসেন্স দেওয়া হয়নি। লাইসেন্সের শর্তভঙ্গ করে কেউ কিছু করবে, সেটি হতে পারে না।’
রোববার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, মোবাইল কোম্পানিগুলো বেআইনিভাবে এ কাজ করছে। তবে বেসরকারি টেলিভিশন কর্তৃপক্ষ লিখিতভাবে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে।
নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দেশের টেলিভিশন চ্যানেলগুলো ভূমিকা রাখবে বলেও বক্তব্যে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
ধাপে ধাপে ক্যাবল অপারেটিং সিস্টেম ডিজিটাল করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এজন্য সবার সহযোগিতা ও প্রচার প্রয়োজন। কারণ, অযাচিতভাবে বেশি টাকায় সেট টপ বক্স বিক্রি করা না হয়, সেটা আমরা মনিটর করবো।’
এটকো’র সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি ডিবিসি২৪ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীর সঞ্চালনায় বৈঠকে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, বাসসের চেয়ারম্যান আরেফিন সিদ্দিক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট জসিম উদ্দিন, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, একুশে টিভির প্রধান নির্বাহী পীযুষ বন্দোপাধ্যায় ও মাছরাঙা টিভির বার্তাপ্রধান রেজওয়ানুল হক রাজা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এটকোর পরিচালকরা ও সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।